ইপাইকারের গ্রুপর বায়িং সুবিধার আওতায় ব্যক্তি পর্যায়ের কয়েকজন গ্রাহক একসঙ্গে বিভিন্ন ধরনের পণ্য পাইকারি দরে কিনতে পারবেন। ধরুন, ইপাইকার অফার করলো, একসঙ্গে সর্বনিম্ন এক কেস হ্যান্ড স্যানিটাইজার কিনলে খুচরা দামের অর্ধেক দামে কেনা যাবে। এ ক্ষেত্রে একটি নির্দিষ্ট এলাকার ১০জন বা ১২ জন ক্রেতার একটি গ্রুপ এই পণ্য অর্ডার করতে পারবেন। একজনকে এই গ্রুপ থেকে লিড দিতে হবে। ফলে সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে সাইক্লোন, ভূমিকম্প বা এ ধরণের চটকদার অফারের জন্য অপেক্ষা করতে হবে না।

গ্রুপ বায়িং পণ্য সমূহ

Active filters

জনপ্রিয় ক্যাটাগোরি

Product added to compare.