দেশের পাইকারি বাজারকে অনলাইনে রূপান্তর করে প্রচলিত বাজারের ঝক্কি-ঝামেলা দূর করার লক্ষ্য নিয়ে কাজ করছে ইপাইকার এক্সটেন্সিভ লিমিটেড। রেজিস্ট্রার্ড অব জয়েন্ট স্টক কোম্পানিস অ্যান্ড ফার্মসে (আরজেএসসি) ২০২০ সালের ২৭ ডিসেম্বর নিবন্ধন পাওয়া এই প্রতিষ্ঠানটি সব ধরনের ক্রেতাবিক্রেতার সুবিধার্থে দেশে প্রথম বাংলা ভাষায় অনলাইন মার্কেটপ্লেস চালু করে।


ডিজিটাল এই যুগে ই-কমার্স প্ল্যাটফর্ম নতুন কোনো ধারণা নয়। তবে পাইকারি বা বিটুবি ই-কমার্স সেভাবে না থাকায় ইপাইকার এই জায়গাটি নিয়ে কাজ শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থী এই উদ্যোগটি হাতে নেন। দেশের সব অঞ্চলে গুণগত মানের পণ্য উৎপাদক ও পাইকারি বিক্রেতার কাছ থেকে ন্যায্য দামে খুচরা বিক্রেতার কাছে পৌছে দেয়ার প্রযুক্তিভিত্তিক এই প্ল্যাটফর্মটি গড়ে তোলেন।

জনপ্রিয় ক্যাটাগোরি

Product added to compare.